Saturday, November 23, 2024
Homeঅপরাধসিলেটে হাসপাতালের নামে বারবার ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি 

সিলেটে হাসপাতালের নামে বারবার ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি 

বিশেষ প্রতিনিধি:

সিলেটের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের নামে বারবার ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ছে অনলাইনে। চাকরিপ্রত্যাশীরা প্রতারিত হওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করলে জানা যায়, এমন কোনো উদ্যোগ তাদের নেই।

পরে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগেরই কূলকিনারা করতে পারেনি পুলিশ। শনাক্ত করা সম্ভব হয়নি কোনো প্রতারক চক্র।

 

সর্বশেষ সোমবার মহানগর ‍পুলিশের কোতোয়ালি থানায় জিডি করেছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

 

 

জানা গেছে, গত নভেম্বরে ওসমানী হাসপাতালের আওতাধীন করোনা ডেডিকেটেড হসপিটাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চাকরির ভুয়া বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। এ বিষয়ে ১৫ নভেম্বর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান কোতোয়ালি থানায় জিডি করেন।

পরের মাসেও একটি পত্রিকার লোগো ব্যবহার করে ওসমানী হাসপাতালের নামে আরেকটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে ছড়িয়ে পড়ে। একাধিক পদে লোক নিয়োগের ওই বিজ্ঞপ্তিতে পরিচালকের নাম উল্লেখ করা হলেও স্বাক্ষর ছিল না।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর কোতোয়ালি থানায় জিডি করা হয়। কিন্তু দুটি ঘটনায় কারা জড়িত, তা উদঘাটন করতে পারেনি পুলিশ।

এ অবস্থায় চলতি ফেব্রুয়ারির শুরুতে এবার ওসমানী মেডিকেল কলেজের নামে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ছয়টি পদের নাম উল্লেখ করে ৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়।

 

ওসমানী মেডিকেল কলেজে নিয়োগের নামে ছড়িয়ে পড়া নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী। তিনি প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

 

 

চাকরিপ্রত্যাশীরা জানান, ‘সিলেট জবস’ নামে একটি ফেসবুক পেজ থেকে শামসুদ্দিন হাসপাতালের টিকিট কাউন্টারে দু’জন নারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ছাড়া অন্য দুটি নিয়োগ বিজ্ঞপ্তি একইভাবে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়।

 

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের ঘটনাগুলোর তদন্ত চলছে। আশা করছি, শিগগিরই জড়িতদের শনাক্ত করা যাবে। তবে এসব ভুয়া বিজ্ঞপ্তিতে কেউ প্রতারিত হয়েছেন, এমন অভিযোগ নেই। কারও পক্ষ থেকে থানায় মামলা কিংবা জিডিও করা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments