Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেট পাল্প এন্ড পেপার মিলস্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার...

সিলেট পাল্প এন্ড পেপার মিলস্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

 

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিলস্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।

এসময় জাতীয় পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষক -শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় মাঠে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। বিদ্যালয় মাঠের তিন কর্ণারে লাল দল, সবুজ দল ও হলুদ দল নামে বসানো হয় তিনটি ষ্টল। দেশীয় পিঠা-পুলি দিয়ে ষ্টল গুলোতে সাজিয়ে রাখা হয়। নামের সাথে মিল রেখে লাল, সবুজ ও হলুদ রংয়ের আভায় সাজানো ষ্টলগুলো সকলের নজর কাড়তে সক্ষম হয়। প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ পিঠা-পুলির সমাহারে সাজানো ৩ টি ষ্টল পরিদর্শন করেন।

পরে বিদ্যালয় পরিচালনা কমিটির নব গঠিত সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে এবং শিক্ষক মাহবুব হোসেন ও ছালেক মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়,ছাতক সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ।

বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হোসেন,গোলাম মোস্তফা সহ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফ উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির।

এসময় আকিজ প্লাস্টিকের জিএম মাহমুদুল হাসান বেলাল, সাবেক কাউন্সিলর সামছু মিয়া, ব্যবসায়ী নুর হোসেন,নেছার আহমদ হোসেন আহমদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সিরাজ মিয়া,আক্তার হোসেন,রুসনা বেগম,শিক্ষক প্রতিনিধি নাছিমা বেগম, শিক্ষক তমাল পোদ্দার, অঞ্জন কুমার দাস, আহসান হাবিব, সুমাত্রা নন্দী, শুভ দাস মনি, একরাম হেসেন, নিপা রানী দাস,আশোক চৌধুরী,বেলাল আহমদ,কাজল চন্দ্র দাস, সুমনা রানী দাস,আহসান উল্লাহ, মিজানুল হক সহ স্থানীয় লোকজন ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা ধুলা শেষে বিকেলে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। ##

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments