স্পোর্টস ডেস্ক:::
যুব বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষ করে সুপার সিক্স নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সুপার সিক্সের গ্রুপ ওয়ানে আজ বুধবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ নেপাল অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের মাঙাউং ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে হারলেও জিতেছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আজকের প্রতিপক্ষ নেপালকে এশিয়া কাপে হারিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ তাই প্রতিপক্ষের চেয়ে বেশি ভাবছে নিজেদের নিয়ে।
বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বলেন, ‘দলের সবাই ভালো খেলছে। তবে, আরও উন্নতি করতে হবে। ২০/৩০ রানের ইনিংসগুলোকে বড় করার চেষ্টা করতে হবে। বোলিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি করা প্রয়োজন। কোনো প্রতিপক্ষই ছোট নয়। নিজেদের খেলাটা খেলে যেতে হবে।’
বাংলাদেশের বর্তমান ফর্ম বিবেচেনায় নেপাল বড় কোনো হুমকি নয় যুবাদের জন্য। শক্তি-সামর্থ্যে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। তবে, আসরটি যখন বিশ্বকাপ এখানে মাঠের বাইরের হিসাব আলাদা। যে কেউ যে কোনো সময় জ্বলে উঠতে পারেন। বাংলার যুবাদের নিজেদের এগিয়ে নেওয়ার মতো অবশ্য যথেষ্ট অনুপ্রেরণা আছে। যুব বিশ্বকাপে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন। এশিয়ার দেশ নেপালের বিপক্ষে তাই পা হড়কানোর ভয়টা ক্ষীণ।