খেলাধুলা প্রতিদিন:
টস জিতবেন, ফিল্ডিং নিবেন, ম্যাচ জিতবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে ঢাকার প্রথম পর্বে এটাই ছিল সাফল্যের সহজ রেসিপি। এই প্রথা ভাঙে সিলেট পর্বে। আগে ব্যাট করে প্রথমবার জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আজ দিনের প্রথম ম্যাচে আরো একটি প্রথা ভাঙল। বিপিএলের সপ্তম ম্যাচ ডে-তে এসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কোনো দল।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টানা তিন পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে এ ম্যাচে অলরাউন্ডার বেন কাটিংকে একাদশের বাইরে রেখেছে সিলেট।
এদিকে গত ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জেতানো চট্টগ্রামের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার এই ম্যাচের একাদশে নেই। তার জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার টম ব্রুস।
দুই দলের একাদশ-
সিলেট : নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, রায়ান বার্ল, আরিফুল হক, জাকির হাসান, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, দুসান হেমন্থা, মাশরাফি বিন মর্তুজা, তানজিম হাসান ও রেজাউর রহমান রাজা।
চট্টগ্রাম : আভিস্কা ফার্নান্দো, তানজিদ তামিম, শাহাদাত হোসেন, নাজিবউল্লাহ জাদরান, সৈকত আলী, শুভাগত হোম, নাহিদ উজ্জামান, টম ব্রুস, বিলাল খান, আল আমিন হোসেন ও শহিদুল ইসলান।