খেলাধুলা প্রতিদিন:
ভারতের কাছে শুরুর ম্যাচই হারায় গ্রুপের দ্বিতীয় হয়ে যে সুপার সিক্সে যেতে হবে সেটা অনুমিতই ছিল বাংলাদেশের সামনে। হয়েছেও তা-ই। আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপের দ্বিতীয়সেরা হয়ে পরের রাউন্ডে পা দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপের তৃতীয় সেরা হয়ে সুপার সিক্সে পা দিয়েছে আইরিশরাও।
কিন্তু সুপার সিক্স থেকে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে মেলাতে হবে কঠিন সমীকরণ। সুপার সিক্সে বাংলাদেশের দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল। ব্লুমফন্টেইন ৩১ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল এবং বেনোনিতে ৩ ফেব্রুয়ারি খেলবে পাকিস্তানের সঙ্গে।
বিশ্বকাপে অংশ নেওয়া ১৬ দলের ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে সুপার সিক্সে।
দুই গ্রুপের সেরা চার দল যাবে সেমিফাইনালে। তবে সেমির পথে সুপার সিক্সে সমীকরণ কঠিন করে ফেলেছে গ্রুপপর্বের পয়েন্ট। এতে বাংলাদেশকে নিজেদের দুই ম্যাচ তো জিততেই হবে পাশাপাশি গ্রুপের অন্যান্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রথম পর্বে পাওয়া পয়েন্ট ও নেট রানরেট ক্যারি করবে সুপার সিক্সেও।
সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের কাছে হারায় হারিয়েছে পয়েন্ট ও রানরেট। আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারালেও যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ায় এই ম্যাচ থেকে পাওয়া পয়েন্ট যোগ হবে না বাংলাদেশের ঝুলিতে। শুধু মাত্র আইরিশদের বিপক্ষে পাওয়া জয়ে দুই পয়েন্ট ও নেট রানরেট সঙ্গী হচ্ছে বাংলাদেশের।
গ্রুপ ওয়ানে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেপাল ও আয়ারল্যান্ড। প্রতিটি দল খেলবে দুইটি করে ম্যাচ।
গ্রুপের সবকটি ম্যাচ জেতায় সেমির পথে সবচেয়ে এগিয়ে আছে ভারত ও পাকিস্তান। ৪ পয়েন্টের সঙ্গে নেট রানরেটেও দুই দলই এগিয়ে। নিউজিল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট দুই করে। বাংলাদেশ ও কিউইরা আছে একই অবস্থার মধ্যে। মূলত এই চার দলের মধ্যেই হবে সেমির লড়াই। সেদিক থেকে ভারত ও পাকিস্তান বেশ এগিয়ে। একটি করে ম্যাচ জিতলেও নিশ্চিত হয়ে যেতে পারে সেমিফাইনাল। তলানিতে থাকা দুটি দল নেপাল ও আয়ারল্যান্ডের পয়েন্ট নেই, তাই তাদের সম্ভাবনা কম। আর গ্রুপ টুতে সেমির দৌড়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান যে চ্যালেঞ্জ জানাবে তা বলাই যায়। গ্রুপের তিন ম্যাচেই যে তারা আধিপত্য দেখিয়ে জিতে এসেছে। আর নেপাল জিতেছে মাত্র একটি ম্যাচ। সেটাও আফগানিস্তানের বিপক্ষে। হেরেছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে।