ঝলক দত্ত, প্রতিনিধি শ্রীমঙ্গল:
শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শ্যামল গমেজ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ) সকাল ১০ ঘটিকায় শহরের দেববাড়ী রোডস্থ সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ (আরএনডিএম) এর সভাপতিত্ব প্রধান অতিথি উপস্থিত ছিলেন সেন্ট যোসেফ গীর্জার পাল পুরোহিত রেভা: ফাদার শ্যামল গমেজ (সিএসসি) ।বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ফাদার প্রশান্ত ক্রুশ (সিএসসি), সেন্ট মার্থাস কিন্ডার গার্টেন প্রধান শিক্ষক সিস্টার সুপ্রীতি কস্তা (আরএনডিএম), বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জনক দেববর্মা প্রমুখ।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে অতিথিদের মাধ্যমে পুরস্কার সনদ তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি পাল পুরোহিত ফাদার শ্যামল গমেজ ও বিশেষ অতিথিদের ব্যাজ ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়াও বিদ্যালয়ের, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীরাও প্রতিযোগিতার অংশগ্রহণ করে।