বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে শওকত আকবর (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের দলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত শওকত আকবর উপজেলার রাজানগর ইউনিয়নের দলোয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দলোয়া গ্রামের শওকত আকবর ও তৈয়ব মিয়ার গোষ্ঠীর মধ্যে পূর্ব বিরোধ ছিল। নির্বাচন এলে দুই গোষ্ঠী দুই প্রার্থীর পক্ষ নেয়। এতে বিরোধিতা আরও বেড়ে যায়। এর জের ধরে বৃহস্পতিবার হঠাৎ তৈয়ব আলীর লোকজন এসে শওকত আকবরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে শওকত আকবরের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে অনেক আগে থেকেই বিরোধ ছিল। এর জের ধরে আজকে সংঘর্ষ হলে একজন মারা যান।