ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শীতের তীব্রতা বাড়ায় শ্রীমঙ্গল শহরে রাত্রি কালীন রন পাহারা ডিউটিতে নিয়োজিত পাহারাদার’দের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে মানবিক কাজে শ্রীমঙ্গল থানা পুলিশকে দেখা যায়। হাড় কাঁপানো শীতে শ্রীমঙ্গল যখন কাঁপছে তখন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর পক্ষ থেকে শীতে রাত জেগে যারা শপিং মল,বাসা বাড়ি, ব্যাংক, বীমা অফিস সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পাহারায় থাকেন এইসব মানুষদের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় এবং শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মসুদুর রহমান মসুদ।
শ্রীমঙ্গল থানা পুলিশের মানবিক কর্মকাণ্ডের বিষয়ে
নিসচার শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল মতিন বলেন, পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষা ও গণমানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানবিক কাজে অংশগ্রহণ সত্যিই প্রসংশনীয়। পুলিশকে আমরা মানবিক হিসাবেই দেখতে চাই। শ্রীমঙ্গল থানা পুলিশের এই কাজগুলো অবশ্যই প্রশংসার দাবি রাখে।’