মতিউর রহমান (দুলাল), গোয়াইনঘাট সিলেট:
শীতার্তদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষজন সমাজের অংশ। তারা আমাদের ভাই বোন। তাই সমাজের বিত্তবান সকলের উচিত অসহায় মানুষের পাশে দাড়াঁনো। হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল অসহায় মানুষের জন্য কাজ করা উচিত। প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের মানুষের পাশে রয়েছে। বিদেশে বসেও তারা দেশের মানুষের কথা ভাবে। গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী ট্রাস্টের উদ্যোগে শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণকালে বক্তারা এসকল কথা বলেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে স্থানীয় ঘোড়াইল কলেজ মাঠে আয়োজিত শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান।
সমাজসেবক জাহাঙ্গীর ফারুক হেলাল এর সভাপতিত্বে ও সয়ফুল আলম আবুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওছার, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামিলীগ এর সেক্রেটারি মিসবাহ উদ্দিন, মাও. দেলওয়ার হোসাইন, মেম্বার তয়বুর রহমান, ইউনিয়ন বিট পুলিশ অফিসার পিংকু, জাকির হোসেন প্রমুখ।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডৌবাড়ী ইউনিয়নের গরীব অসহায় প্রায় তিন শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় আগত উপকারভোগীরা ট্রাস্টের সভাপতি শেখ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক পলাশ দাস,মানিক মিয়া, সফিউল্লা মাসরুর সহ ট্রাস্টের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।