Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি চালকদের উপর হামলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি চালকদের উপর হামলা

 

বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ::

হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশায় সিএনজি চালকদের উপর অতর্কিত হামলা করে শিবপাশা সিএনজি চালক কমিটির সদস্য। সূত্র জানায় আজমিরিগঞ্জ সিএনজি চালক সমিতির মধ্যে ঝামেলা চলছে। স্ট্যান্ড দখল নিয়ে বিগত সময় ঝামেলা হয়েছিল এর প্রেক্ষিতে গতকাল রবিবার আনুমানিক ১২ঃ৩০ মিনিটে শিব পাশা সিএনজি নেতৃবৃন্দের নির্দেশে আজমিরীগঞ্জ সিএনজি চালক কমিটির কয়েকজন কে হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জ আসার পথে রাস্তার মধ্যে আটক করে অতর্কিত হামলা চালায়।

অতর্কিত হামলায় গুরুতর আহত হন মোহাম্মদ আজিবুর মিয়া ৩৮ পিতা মৃত মোঃ উস্তার আলী সাং জলসুখা মোহাম্মদ উজ্জল মিয়া ৩৫ পিতা মৃত আব্দুর রাজ্জাক গ্রাম রসুলপুর।

মোহাম্মদ হাদিস মিয়া ৩০ পিতা মোঃ কুদ্দুস মিয়া
গ্রাম বানিয়াচং মোহাম্মদ সানজিত মিয়া ২২ পিতা মোঃ জামাল মিয়া গ্রাম নগর তাদেরকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত আজিবুর মিয়া জানান, আমাকে সিএনজি থেকে নামিয়ে বেধরক মারধোর শুরু করে, এমনকি আমার পকেটে টার্চ মোবাইল ছিল এবং নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ও আমার সিএনজির চাবি সহ আটক করে ।

মোহাম্মদ উজ্জল মিয়া জানান যে আমার কাছে ১৩ হাজার টাকা দাবি করে টাকা না দেওয়া য় আমাকে বেধর মারধর করে।

বাকি দুই জনকে আজমিরীগঞ্জ সিএনজি সমিতির পরিচয় দিলে ধাপে ধাপে যে সিএনজি ড্রাইভার আসে তাদেরকে বেদর মারধোর করে তাদেরকে মাঠে নিয়ে হাতে থাকা লোহার রড এবং লোহার ফাইভ এবং লাঠি সুটা দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে শিবপাশা সিএনজি সমিতির লোকজন। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ডালিম আহম্মেদ এর সাথে যোগাযোগ করা হলে ঘটনা সত্যতা শিকার করে তিনি বলেন বিষয় টি অবগত রয়েছেন, এখন পর্যন্ত কোন মামলা করা হয় নি, তবে শালিশ বৈঠকের মাধ্যমে আগামীকাল বিষয় টি মিমাংসা হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments