সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার প্রতাপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অঞ্জু রায় স্মৃতি পরিষদের উদ্যোগে সকল শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মিড-ডে মিল প্রদান করা হয়। রবিবার ২১জানুয়ারী অঞ্জু রায় স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও শাল্লা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের ব্যাক্তিগত অর্থায়নে ওই বিদ্যালয়ের ১শ’ ৮২জন শিক্ষার্থীদের দুপুরের খাবার পরিবেশন করেন।
জানা যায়, শাল্লা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের ১ম স্ত্রী অঞ্জু রায় (সহকারী শিক্ষক) গত ২০১৫সালের ২২জানুয়ারী সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন।
তারপর থেকেই তাপস কুমার রায় স্ত্রী’র স্মৃতি স্মরণে নিজ কর্মস্থলের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবছর একার্যক্রম পরিচালনা করে আসছেন।
আরো জানা যায়, প্রতাপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মিড-ডে মিলে আজকের আয়োজনে উপস্থিত সকলের মধ্যে এক প্লেইট ভুনা খিচুরী, একটি ডিম ও
একটি করে বেগুন ভাজি পরিবেশন করা হয়। এসময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, ইউ.আর.সি ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস, কলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কান্তি রায়, উজান যাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিতবরণ তালুকদার, নোয়াপাড়া সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃষিকেশ তালুকদার সুজন, ইউপি সদস্য গনেন্দ্র চন্দ্র দাস, এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।