Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটসাকিব না থাকায় সিলেটের জন্য বিশাল স্বস্তি

সাকিব না থাকায় সিলেটের জন্য বিশাল স্বস্তি

 

ক্রীড়া প্রতিবেদক:

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে আজ কোনো খেলা ছিল না। একদিন বিরতি দিয়ে আগামীকাল (সোমবার) আবার মাঠে গড়াবে বিপিএল। মঙ্গলবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ায় সিলেটের বিপক্ষে এই ম্যাচটি খেলতে পারবেন না রংপুরের অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

 

প্রতিপক্ষ দলে সাকিবের মতো ক্রিকেটার না থাকায় নিজেদের জন্য স্বস্তি বলছেন সিলেটের উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান, ‘অবশ্যই, সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় না থাকলে আমাদের জন্য তো স্বস্তিরই।’ তবে জাকির এত বললেন, ‘আমাদের ভালো খেলতে হবে। যে দলই হোক, যে খেলোয়াড়ই হোক তার বিরুদ্ধে ভালো খেলতে হবে যদি জিততে হয় ম্যাচ।’

 

রংপুর সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে না পেলেও সিলেট পাচ্ছে পুরোপুরি ফিট না হওয়া তাদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

 

 

কোনো অনুশীলন ছাড়াই ৮ মাস পর মাঠে নামেন মাশরাফি। আজ অবশ্য নেটে ১৫ মিনিটের মতো ব্যাট করেছেন তিনি।

মাশরাফি দলে থাকলে ক্রিকেটাররা অনুপ্রেরণা পান বলে জানালেন জাকির, ‘আসলে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে মাশরাফি ভাই মাঠে থাকাটা অনুপ্রেরণা বলতে পারেন আমাদের জন্য। কারণ, উনি থাকলে অনেক সিদ্ধান্তে অনেক সহজ হয়ে যায় আমার কাছে যেটা মনে হয়।

 

ওইটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments