Sunday, November 24, 2024
Homeরাজনীতিমাধবপুরে গণ সংবর্ধনা সভায়, আমার কোন পিএস এপিএস থাকবে নাঃ ব্যারিস্টার সৈয়দ...

মাধবপুরে গণ সংবর্ধনা সভায়, আমার কোন পিএস এপিএস থাকবে নাঃ ব্যারিস্টার সৈয়দ সুমন 

 

জালাল উদ্দিন লস্কর, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার অগ্নিবীণা সংসদ ও জগদীশপুর ইউনিয়নবাসীর উদ্যোগে হবিগঞ্জ -৪ (মাধবপুর -চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার জগদীশপুর হাইস্কুল মাঠে অগ্নিবীণা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসাইন মাসুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান ও জগদীশপুর ইউ/পি’র চেয়ারম্যান মো: মাসুদ খাঁন।

এসময় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন, আমার কোন পিএস এপিএস থাকবে না। কারণ পিএস এপিএস থাকলে দুর্নীতির সুযোগ থাকে।

আমি সরকারি বরাদ্দ যা পাই তার সাথে আমার যা আয় হয় তা যোগ করে এলাকার উন্নয়ন করবো। যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেখানে উন্নয়ন কাজে দুই নম্বরি হবে সেখানেই লাইভ করে আমাকে জানাবে।

মাধবপুর চুনারুঘাটে উন্নয়ন কাজ সঠিকভাবে করতে হবে। দৈনিক মানবজমিন এর মাধবপুর প্রতিনিধি এম এম গৌওস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম টু, প্রফেসর মাইন উদ্দিন, লিয়াকত আলী মজনু প্রমূখ। পরে তিনি ২শ ১০ জন শীতার্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং অগ্নিবীণা সংসদের ভবন সংস্কার কাজের উদ্বোধন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments