Saturday, November 23, 2024
Homeখেলাধুলাক্রিকেটখালেদের গতি ও তামিমের ক্যামিওতে হারল সাকিবের রংপুর

খালেদের গতি ও তামিমের ক্যামিওতে হারল সাকিবের রংপুর

 

 

স্পোর্টস ডেস্ক:

 

সাকিব আল হাসানের রংপুর ও তামিম ইকবালের বরিশালের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি দেখতে গ্যালারিতে ঢল নেমেছিল দর্শকদের। ভরা মাঠে বিপিএলের দশম আসরে ভালো শুরু পেল ফরচুন বরিশাল। শক্তিশালী রংপুরকে ৫ উইকেটে হারিয়েছে তারা। বরিশালের হয়ে ৪ উইকেট নেন খালেদ আহমেদ। রান তাড়া করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন তামিম।

 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় রংপুর। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন মোহাম্মদ ইমরান। বাঁহাতি এই পেসারের ইয়র্কারে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ব্রেন্ডন কিং। প্রথম বলে উইকেট হারালেও পরের ৫ বলে ১৩ রান তুলে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা চালায় রংপুর। এর মধ্যে দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার রনি তালুকদারও। খালেদ আহমেদের বলে ইমরানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। আউট হওয়ার আগে করেন ৭ বলে ৫ রান। তার বিদায়ে ১৪ রানেই ২ উইকেট হারায় রংপুর। দলের বিপদ আরও বাড়িয়ে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। ৩ বলে ২ রান করে খালিদ আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

 

 

সাকিবের পর প্যাভিলিয়নে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই। ৯ বলে ৬ রান করে দুনিথ ভেল্লালাগের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর। ৩১ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়েন নুরুল হাসান ও শামীম হোসেন। তারা জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন। তবে তারাও ব্যর্থ নিজেদের জুটিকে বড় করতে।

 

দলীয় ৬৫ রানে শোয়েব মালিকের বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান নুরুল হাসান। আউট হওয়ার আগে করেন ২৩ বলে ২৩। তার বিদায়ে ৬৫ রানে ৫ উইকেট হারায় রংপুর। এরপর মিরাজের ঘূর্ণিতে মোহাম্মদ নবিও ১০ রানেই ফেরেন। শেষদিকে শেখ মেহেদীর ১৯ বলে ২৯ রানের ক্যামিওতে ১৩৫ রানের পুঁজি পায় রংপুর। বরিশালের হয়ে ৪ উইকেট নেন খালেদ আহমেদ।

 

 

রান তাড়া করতে নেমে তামিম ইকবালের ব্যাটে ভর করে উড়ন্ত সূচনা পায় বরিশাল। ইব্রাহিম জাদরান ১৬ বলে ১২ রান করলেও তামিম নিয়মিত বিরতিতে হাঁকাতে থাকেন বাউন্ডারি। ৩৫ রান করে বিদায় নেওয়ার আগে ২৪ বলের মোকাবেলায় ৫ চার ও ১ ছক্কা হাঁকান তামিম। চারে নেমে সৌম্য সরকার (১) হাসান মুরাদকে স্লগ করতে গিয়ে উঠিয়ে দেন সহজ ক্যাচ। মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২০ রান করে বিদায় নেন। মুশফিকুর রহিম ক্রিজে থিতু হলেও সাকিব আল হাসানের শিকার হওয়ার আগে ২৬ রান করেন ২৭ বলে।

 

শেষদিকে শোয়েব মালিক ও মাহমুদউল্লাহর ব্যাটে জয় ছিনিয়ে আনে বরিশাল। মালিক ১৮ বলে অপরাজিত থাকেন ১৭ রানে, অভিজ্ঞ মাহমুদউল্লাহ সাতে নেমে ১১ বলে ১৯ করে শেষ করে দেন ম্যাচ। বরিশাল জয়ের বন্দরে পৌঁছায় ৫ উইকেট ও ৫ বল হাতে রেখেই। রংপুরের পক্ষে সাকিব আল হাসান ও হাসান মুরাদ দুটি করে উইকেট শিকার করেন।

 

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ব্রেন্ডন কিং ও সালমান এরশাদ।

 

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments