Friday, November 8, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগকৃষকের উন্নয়ন ছাড়া দেশের পরিবর্তন সম্ভব নয়: কৃষিমন্ত্রী

কৃষকের উন্নয়ন ছাড়া দেশের পরিবর্তন সম্ভব নয়: কৃষিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি:

কৃষকের উন্নয়ন ছাড়া দেশের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।

 

তিনি বলেছেন, “উৎপাদন বৃদ্ধির জন্য ভালো বীজ ও ভালো উপকরণের প্রয়োজন। এখন উপকরণের অভাব নেই। উৎপাদন বৃদ্ধির স্বার্থে প্রয়োজনের তুলনায় বেশি দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না।”

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

দেশের জিডিপির ৮০ ভাগই কৃষি থেকে আসে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, “জিডিপি বৃদ্ধি করতে হলে কৃষিজ উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সহিত কাজ করতে হবে।

 

কৃষকের উন্নয়ন ছাড়া দেশের পরিবর্তন সম্ভব নয়: কৃষিমন্ত্রী

“তবে এক শ্রেণির সিন্ডিকেটের জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি পায় কিন্তু কৃষক তার পণ্যের সঠিক দাম পায় না। এ সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হবে। এ সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার পদ্ধতি খোঁজা হচ্ছে।”

 

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মছবাহুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান এবং কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম আজাদুর রহমান উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments