বিশেষ প্রতিনিধি:
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি বলেছেন, আজ থেকে প্রশাসন ফ্রি, আপনাদের ওপর কেউ প্রভাব খাটাতে পারবে না। কেউ রাজনৈতিক কোনো প্রভাব খাটিয়ে কিছু করতে পারবে না। আমার মামা হোক, চাচা হোক বা আমার পিএস এপিএস যেই হোক- কেউ আপনাদের ওপর প্রভাব খাটাবে না। আমি আপনাদের এনশিউর করে বলছি- প্রয়োজনে আমি এমপি পদ থেকে রিজাইন করব।
তিনি বলেন, কেউ প্রশাসনের ওপর প্রভাব খাটাতে পারবেন না। আমার কোনো লোকের কারণে আপনারা আমাকে না জানিয়ে কিছু করতে যাবেন না। প্রশাসন ছাড়া আমাদের ওপরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রশাসনকে আমি পুরো স্বাধীনতা দিচ্ছি।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা হলরুমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সরকারের পাশাপাশি আমার নিজের টাকায় চুনারুঘাটে আরও ৫০টি ব্রিজ বানাতে চাই।
চুনারুঘাট থানার ওসির উদ্দেশে ব্যারিস্টার সুমন বলেন, আপনার বাড়ি মনে করে থানাকে পরিষ্কার রাখবেন। কেউ কেউ থানায় বাড়িঘর বানিয়ে ফেলেছে, এটা যেন না হয়। তিনি চুনারুঘাটের সাতছড়ি ও রানীগাঁওসহ যেখানে ফাঁড়ি প্রয়োজন হয় তা করার আশ্বাস দেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উদ্দেশে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা পরিবর্তন করবেন, যা যা সাপোর্ট লাগবে আমি দেব। তিন মাসের মধ্যে এর পরিবর্তন না হলে আমরাই দায়িত্ব নেব।
তিনি চুনারুঘাট উপজেলার কোনো রাস্তায় আর গর্ত দেখতে চান না, দ্রুত তা ভরাট করার নির্দেশনা দেন উপজেলা প্রকৌশলীকে। এছাড়া তিনি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদেরও নির্দেশনা দেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সহকারী কমিশনার মাহবুবুর রহমান মাহবুব, অফিসার ইনচার্জ হিল্লোল রায়সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।