বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ (নীলাদ্রি) লেকের পাড়ে টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নামে ‘ইত্যাদি পয়েন্ট’ নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। ওই লেকের পাড়ে হঠাৎই এই কাজ শুরু করে পর্যটন করপোরেশন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর এই কাজ বন্ধ করে কংক্রিট দিয়ে লেখা ‘ইত্যাদি পয়েন্ট’ ফলকটি ভেঙে ফেলা হয়।
জানা গেছে, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ট্যাকেরঘাট মুক্তাঞ্চলে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি ও ইতিহাস জড়িয়ে আছে। এখান থেকে মুক্তিযোদ্ধারা বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করতে যেতেন। শহীদ সিরাজ লেকের তীরে চিরনিদ্রায় শায়িত আছেন সিরাজুল ইসলাম নামে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা। তিনি জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় সম্মুখসমরে অংশ নিয়ে পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন। পরে তার মরদেহ নীলাদ্রি লেকের পাশে দাফন করা হয়।
হঠাৎই ‘ইত্যাদি পয়েন্ট’ নির্মাণ শুরু করে পর্যটন করপোরেশন,
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, ‘শহীদ সিরাজ লেকের নাম পরিবর্তন করে “ইত্যাদি পয়েন্ট” করা উচিত হয়নি। এটি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন বলেন, ‘শহীদ সিরাজ লেকের নাম পরিবর্তন করে “ইত্যাদি পয়েন্ট” লেখা ঠিক হয়নি। এখানে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি।
জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাটে ইত্যাদি পয়েন্ট নির্মাণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু খবর জেলা প্রশাসনের দৃষ্টিতে এসেছে। “ইত্যাদি পয়েন্ট” নির্মাণকাজ বন্ধ করা হয়েছে এবং ইতোমধ্যে নির্মিত সব স্থাপনা অতি দ্রুতই অপসারণ করা হচ্ছে।’
উল্লেখ্য, ছয় বছর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব এই লেকের পাড়ে শুটিং হয়েছিল।