Saturday, November 23, 2024
Homeখেলাধুলাক্রিকেটসিলেটের অধিনায়ক মাশরাফিই, সহ-অধিনায়ক মিঠুন

সিলেটের অধিনায়ক মাশরাফিই, সহ-অধিনায়ক মিঠুন

খেলাধুলা প্রতিদিন:::

বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ট্রফি নিয়ে ৭ দলের অধিনায়কদের ফটোসেশন অনুষ্ঠিত হয়। সেখানে সিলেট সিক্সার্সের প্রতিনিধিত্ব করতে দেখা গেছে মোহাম্মদ মিঠুনকে। সবাই ধারণা করছিলেন তাকেই হয়তো এবারের আসরে অধিনায়ক করেছে সিলেট।

যদিও দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে মাশরাফি বিন মুর্তজাই দলটির অধিনায়কত্ব করবেন এবারের বিপিএলে। সিলেটের সহ-অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। আগেই জানা গেছে পায়ের চোটে ভুগছেন মাশরাফি। এ কারণে বিপিএলের শুরুতে তাকে পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে।

ফলে সিলেটের অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ থেকেই বেশ কিছু ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে তার। অবশ্য তাকে নির্ভার হয়ে খেলার সুযোগ দিতেই সহ-অধিনায়ক করা হয়েছে মিঠুনকে।

এদিকে বিপিএলের আগেই অস্ত্রোপচারের কথা ছিল মাশরাফির। তবে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার কারণে তিনি অস্ত্রোপচার করাতে পারেননি। গত বিপিএলের মতো এবারও তিনি এই ইনজুরি সামলেই খেলতে পারবেন বলে আশাবাদী সিলেটের প্রধান কোচ রাজিন সালেহ।

একদিন আগেই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘ওটার (সার্জারি) আপডেট এখনও জানি না। ওর ইনজুরি তো গত দুই-তিন বছর ধরেই আছে। ও মেন্টালি অনেক শক্ত মানুষ। আমরা মনে করি ও এটা নিয়ে খেলবে, গত বছরও খেলেছে। আমরা তার আশায় আছি।’

অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের উত্তরে সিলেটের এই বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। যদিও সহ–অধিনায়কের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। কালকের মধ্যে এই সিদ্ধান্তে আসবো ইনশা-আল্লাহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments