Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে একটি গাছ থেকে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে একটি গাছ থেকে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

 

ঝলক দত্ত, শ্রীঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকায় একটি গাছ থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে ৪টায় শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকায় একটি পরিত্যক্ত গাছে বিশাল অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন তারা।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। স্বপন দেব সজল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ইছবপুর এলাকার একটি পরিত্যক্ত গাছ থেকে অজগর সাপটিকে জীবিত উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেন।

 

এবিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজগর সাপটি সম্পূর্ণ সুস্থ ছিল। আমরা বিকেল ৫টায় লাউয়াছড়া বনে অবমুক্ত করে দিয়েছি। এর আগে গত শনিবার ১৩ জানুয়ারি মৌলভীবাজার রোডের রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের সামনে থেকে একটি ববড় অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments