Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটপ্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে যেতে হবে, সিলেটে মন্ত্রী শফিক চৌধুরী

প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে যেতে হবে, সিলেটে মন্ত্রী শফিক চৌধুরী

বিশেষ প্রতিনিধি:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে চলছে। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

 

 

তিনি মঙ্গলবার বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

 

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়া, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

 

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং স্থানীয় ত্যাগী, নিষ্ঠবান রাজনৈতিক নেতাবৃন্দকে স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু একজন সত্যিকারের রাজনীতিবিদ ছিলেন। রাজনীতিবিদ ছাড়া কোন উন্নয়ন হয় না। সিলেটের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি যোগ্য লোককে সঠিক জায়গায় বসান। না চাইতে প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সাথে পালনে সচেষ্ট থাকার কথা জানান প্রতিমন্ত্রী। এজন্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাহায্য ও সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

সমৃদ্ধ-উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী দক্ষ হয়ে বিদেশে যাওয়ার জন্য সিলেটসহ সারা দেশে যে প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তুলতে প্রচারণা চালানোর জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান। তিনি প্রবাসে গমন ইচ্ছুকদের উদ্দেশ্যে বলেন, দক্ষতা না থাকলে বিদেশে ভালো মজুরিতে কাজ পাওয়া যায় না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments