Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটবিশ্বকাপে আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা

বিশ্বকাপে আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা

 

স্পোর্টস ডেস্ক:

তাসকিন আহমেদ-শরিফুল ইসলাম

২০২৩ সালটা স্বপ্নের মতো কেটেছে শরীফুল ইসলামের। গত বছর বাংলাদেশের সর্বোচ্চ উইকেটে শিকারী হয়েছেন তিনি। ডাক পেতে পারতেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার গুরুত্বর কথা ঠিকই অনুভব করতে পারছে।

 

সামনে অনেক ম্যাচ এজন্য শরিফুলকে আলাদা যত্নে রাখতে চায় বোর্ড। আইপিএলেও এ কারণে খেলার অনুমতি দেয়নি বিসিবি। এবছরই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিপিএল দিয়েই বিশ্বকাপের আত্মবিশ্বাস জমাতে চান এই বাঁ-হাতি পেসার।

 

শরিফুল দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন এবার বিপিএলে। এই দলে ফর্মে থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শরিফুল ও ডানহাতি পেসার তাসকিন আহমেদ। নেই কোনো বিদেশি বড় নামও। তবে এরই মধ্যে নিজের ফর্ম মেলে ধরতে চান শরিফুল।

 

রোববার তিনি বলেন, ‘গত বছরটা আমার খুব ভালো গেছে। বিশেষ করে শেষ ৬-৭ মাস। নতুন বছরে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ফর্মটা ধরে রাখার। চেষ্টা করব যতটা ফিট থেকে খেলা যায়। কারণ সামনে দেশের হয়ে অনেক খেলা আছে। এটাই আমার মূল লক্ষ্য।

 

তিনি বলেনম, ‘যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আমাদের এই টুর্নামেন্টটাও টি-টোয়েন্টি ফরম্যাটের। সবাই চাইবে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করতে। সেক্ষেত্রে এটা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে।

 

গত বছর শরিফুল পেয়েছেন ৫২ উইকেট। এর মধ্যে টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচে ৭.৭৭ ইকোনোমি আর ১৪.২৫ গড়ে নিয়েছেন আট উইকেট। ওয়ানডেতে ১৯ ম্যাচে ৩২ উইকেট, ইকোনোমি ৫.৫০। টেস্টে ৪ ম্যাচে ১২ উইকেট।

 

এমন পারফরম্যান্সের পর নতুন বছরও নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য শরিফুলের। এই বাঁ-হাতি পেসার নিজের দল নিয়ে বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য থাকবে চারে ওঠা। সুপার ফোরে উঠতে পারলে আমরা ফাইনালের চিন্তা করবো। আমাদের দলে আমি আছি, মোসাদ্দেক- তাসকিন ভাই আছেন। ইরফান শুক্কুর-সাইফ হাসানরা আছেন। দেশি খেলোয়াড়রা ভালো করলে ইতিবাচক কিছু হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments