দোয়ারাবাজার প্রতিনিধি:::
দোয়ারাবাজার থানার পুলিশ১৫জানুয়ারী বিক্রয় ও বিতরণ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ এর সহকারী প্রকৌশল সাকিব আহম্মদ (৩১) পিতা-মোঃ মুসলিম উদ্দিন, সাং-খাপুরা, থানা-বাঙ্গরা, জেলা-কুমিল্লা মোবাইল ফোনের মাধ্যমে জানান যে, অদ্য ১৫/০১/২০২৪ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকা হইতে ০৩.০০ ঘটিকার মধ্যে দোয়ারাবাজার থানাধীন ০৪নং মান্নারগাঁও ইউনিয়নের আইমা নোয়াগাঁও মোঃ শহিদ মিয়ার বসতবাড়ীর পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর বৈদ্যুতিক খুটির উপরে রক্ষিত ট্রান্সফরমার এর কপার তার ও সার্কিট বেকার অজ্ঞাতনামা চোরেরা চুরি করিয়া নিয়া গিয়াছে।
উক্ত সংবাদ প্রাপ্তীর পর তাৎক্ষনিক এসআই মুহাম্মদ আসলাম হোসেনকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে প্রেরন করা হয়। এসআই/মুহাম্মদ আসলাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগনের সহায়তায় চোর সন্দেহে ১। মোঃ আক্কাছ আলী (২২) পিতা-মৃত আসলাম আলী, সাং-সাদকপুর, থানা-সুনামগঞ্জ সদর, ২। মোঃ সুমন মিয়া (৩৩) পিতা-মোঃ মঞ্জুর আলী, মাতা-কাজল বেগম, সাং-আইমা পিরিজপুর, থানা-দোয়ারাবাজার, উভয় জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন। তাহাদেরকে উপস্থিত লোকজনদের সামনে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা তাহাদের উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করিয়া ৯৫ আর এম কপার তার ৫৫ মিটার যাহার মূল্য অনুমান ২৬০০০/-(ছাব্বিশ হাজার) টাকা ও ০২টি সার্কিট ব্রেকার এনক্লোজার বক্স যাহার মূল্য অনুমান ১০,০০০/-(দশ হাজার) টাকা সহ সর্বমোট ৩৬,০০০/-(ছয়ত্রিশ হাজার) টাকার মালামাল চুরি করিয়াছে মর্মে স্বীকার করে।
আসামীদের দেখানো মতে অদ্য ১৫/০১/২০২৪খ্রি: তারিখ ১৩.১০ ঘটিকার সময় আইমা নোয়াগাঁও জামে মসজিদের পূর্ব পাশে জনৈক আব্দুল ছবুর এর জমি হইতে ০২টি সার্কিট ব্রেকার এনক্লোজার বক্স উদ্ধারপূর্বক এসআই/মুহাম্মদ আসলাম হোসেন জব্দতালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে সহকারী প্রকৌশলী জনাব সাকিব আহম্মদ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করিলে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।