মৌলভীবাজার জেলা প্রতিনিধি:::
পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি বাঙালির প্রাচীন উৎসবগুলোর মধ্যে অন্যতম। পৌষ সংক্রান্তিতে বাড়িতে বাড়িতে পিঠা-পুলির আয়োজন ও নগর কীর্তন করা হয়।
মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলম্বীরা নানা আয়োজন করে থাকেন। সোমবার মৌলভীবাজারের জেলার প্রতিটি বাড়ীতে ভোরে শিশু কিশোর, আবাল বৃদ্ধ বনিতাসহ আশপাশের লোকজন খড়ের তৈরি মেড়ামেড়ি বা ভেড়াভেড়ি আগুন জ্বালিয়ে পোহাতে দেখা যায়। এসময় নতুন কাপড় পরিধান করেন। পৌষ সংক্রান্তির আরেক নাম তিল সংক্রান্তি বা পিঠা সংক্রান্তি বলা হয়। এ দিন বিভিন্ন অঞ্চলে শিশু-কিশোররা আঞ্চলিক ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
একই দিন তিল ও দধি সংক্রান্তিও বলা হয়ে থাকে।
এ সময় গ্রামের ঘরে ঘরে তৈরি হয় ভাপা, মালফা, পাটিসাপটা, বকপিঠা চুঙ্গি পিঠাসহ নানা পিঠাফুলি।
পৌষ সংক্রান্তিতে আত্মীয়-স্বজনদেরও নিমন্ত্রণ করে পিঠা খাওয়ানো হয়। বাংলা এই মাসের আরেকটি ঐতিহ্যবাহী আয়োজন পৌষমেলা।
পৌষ সংক্রান্তির সারাদিন ধর্মীয়ভাবগাম্ভর্য্যের মধ্যে দিয়ে কাটানো নয়। প্রতি ঘরে ঘরে নগর কীর্তন এবং লুট দেয়া হয়। লুটের মধ্যে হরেকরকম ফল, তিলুয়া, বাতাসা ও নকুলদাদা রয়েছে। ভক্তরা মনের আনন্দে তা লুটে নেন।