মৌলভীবাজার জেলা প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথমবারের মতো বণার্ঢ্য আয়োজনে শুরু হয়েছে আন্ত: কমলগঞ্জ মণিপুরি দ্বৈত ব্যাডমিন্টন প (বালিকা) টুর্নামেন্ট-২০২৪।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় মণিপুরি ইয়ুথ ক্লাব, তেতইগাঁও এর আয়োজনে উপজেলার মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহের সভাপতিত্বে ও দিলীপ কুমার সিংহের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন তেতইগাঁও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক
নুর উদ্দিন, শনগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুঞ্জরানী দেবী, মনিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্র হাতিয়ারখোলার প্রতিষ্ঠাতা বৃন্দা রানী সিনহা প্রমুখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় তেতইগাঁও এ টিম ও নয়াপত্তন এই দুইটি দল অংশগ্রহণ করেন। খেলায় নয়াপত্তন দল জয়লাভ করে। প্রতিযোগিতায় মোট ১২টি দলের অংশগ্রহণে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ভালো থাকলে মন আর মন ভালো থাকলে জীবনে নতুন উদ্যোমে সবকিছুই ভালো লাগে। খেলা হচ্ছে সেই ভালো থাকার খোরাক। তিনি তেতইগাঁও ইয়ুথ ক্লাবকে এ ধরনের আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।