সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ গ্রহণকালে ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার দুই নার্সিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেবকে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল রোববার সিলেট মেট্রোপলিটন-১ আদালতের বিচারক মো. সুমন ভূঁইয়া তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই রাশেদ ফজল আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তিনি জানান, আজকালের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।
গত মঙ্গলবার (৯ জানুয়ারি) হাসপাতালে ঘুষ লেনদেনের সময় ৬ লাখ টাকাসহ তাদের আটক করেন সরকারের একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। একজন নার্সিং কর্মকর্তার এরিয়া বিল থেকে ওই টাকা তারা ঘুষ নিতে গিয়ে আটক হন। পরদিন বুধবার কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ।
মামলায় আটক দুজন ছাড়াও আসামি করা হয় বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে। সাদেক পলাতক রয়েছেন।