Friday, November 8, 2024
Homeনির্বাচনশপথ গ্রহণ করেই নদী পরিষ্কার অভিযান ব্যারিস্টার সুমনের

শপথ গ্রহণ করেই নদী পরিষ্কার অভিযান ব্যারিস্টার সুমনের

বিশেষ প্রতিনিধি:

সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর প্রথম কাজ হিসেবে চুনারুঘাটের মরা খোয়াই নদী পরিষ্কার ও দখলমুক্ত অভিযান শুরু করছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। নদীটি পরিষ্কার ও দখলমুক্ত করে এখানে নিজস্ব অর্থায়নে ওয়াকওয়ে নির্মাণ ও পার্ক হিসেবে চালু করতে চান তিনি।

 

আজ রবিবার সকাল ১০টায় তার কর্মীবাহিনী এ নদী পরিষ্কার কাজ শুরু করেছে। তবে প্রচণ্ড ঠাণ্ডার কারণে অনেকেই এসেও নদীতে নামতে পারেননি।

 

 

তবে দুই-একদিনের মধ্যে তাপমাত্রা বাড়লে এবং রোদের দেখা পেলে শত শত কর্মীবাহিনী স্বেচ্ছাশ্রমে এ কাজে যোগদান করবে। ব্যারিস্টার সুমন প্রথম দিনের কাজে যোগদান না পারলেও আগামী বুধবার তিনি এ কাজে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন।

 

নির্বাচনের পূর্বে সাইদুল হক সুমন তার ইশতেহারে উল্লেখ করেছিলেন, নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে এ নদী পরিষ্কার ও দখলমুক্ত করে এখানে একটি ওয়াকওয়ে ও পার্ক নির্মাণ করা। সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নিয়ে প্রথমেই তিনি এ কাজে হাত দিয়েছেন।

 

 

এ বিষয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘এ নদীর ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে আমার কাজ শুরু হলো। তারপর অন্যান্য সমস্যাগুলো আমি সমাধান করব। আমার পুরো সময়টাই (৫ বছর) চমকের ওপর থাকবে। এটা আমি দেখাব যে একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও ছাত্রলীগ এবং যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সায়েদুল হক সুমন হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে নৌকার প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে এক লাখ ভোটে পরাজিত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments