Sunday, November 24, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগমন্ত্রিপরিষদে নেই মান্নান, হতাশা সুনামগঞ্জবাসী

মন্ত্রিপরিষদে নেই মান্নান, হতাশা সুনামগঞ্জবাসী

বিশেষ প্রতিনিধি:

হাওড়ের রাজধানী খ্যাত সুনামগঞ্জ জেলা জাতীয় উন্নযনের মূলধারা থেকে অনেক পিছিয়ে ছিল। গত ৫ বছরে জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় উন্নয়নে কিছুটা গতি পেলেও দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদে এমএ মান্নান জায়গা না পাওয়ায় হতাশা দেখা দিয়েছে।

 

 

বিশেষ করে এবার সংসদ নির্বাচনের পর সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে অর্থমন্ত্রী ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পিএসসির সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিককে শিক্ষামন্ত্রী হিসেবে রাখা হতে পারে- এমন আলোচনা থাকলেও নতুন মন্ত্রিপরিষদে সুনামগঞ্জের কাউকে না রাখায় হাওড়বাসীর উন্নয়নের চাকা থেমে যাওয়ার আশঙ্কায় পড়েছেন জেলাবাসী।

 

২০০৮ সাল থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হন এমএ মান্নান। ২০১৪ সালে তিনি আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ২০১৮ সালে তিনি সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালীন সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, টেক্সটাইল ইনস্টিটিউট, কৃষি ইনস্টিটিউট, বিটাক, ধান গবেষণা ইনস্টিটিউট, কুশিয়ারা নদীর উপর সিলেট বিভাগের বৃহৎ রানীগঞ্জ সেতু, সুনামগঞ্জ- ময়মনসিংহ উড়াল সড়ক (নির্মাণাধীন), সুনামগঞ্জ-দিরাই-আজমিরীগঞ্জ -ঢাকা সড়ক নির্মাণাধীন প্রকল্পসহ দৃশ্যমান অনেক উন্নয়ন হয়।

 

তিনি সুনামগঞ্জে রেললাইন সংযুক্ত, বিমানবন্দর স্থাপনসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন দেখেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে ১ লাখ ২০ হাজার ভোটের ব্যবধানে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। জেলাবাসীর আশা ছিল এবার তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন; কিন্তু নতুন মন্ত্রিপরিষদের ৩৭ জনের তালিকায় সুনামগঞ্জ থেকে কারো নাম না থাকায় হতাশা দেখা যায়।

 

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু বলেন, এমএ মান্নানের মতো সৎ, সজ্জন, বিচক্ষণ, অভিজ্ঞ মানুষকে পরিষদে না দেখে আমরা ব্যতিত ও মর্মাহত। আমাদের আশা ছিল তিনি এবারের মন্ত্রিপরিষদে অর্থমন্ত্রী হবেন। কিন্তু সদ্য গঠিত পরিষদে আমাদের উন্নয়নের বাতিঘর এমএ মান্নান এমপির নাম না থাকায় আমরা হতাশ। পুরো জেলাবাসীই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

 

 

জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, পিছিয়ে পড়া সুনামগঞ্জকে জাতীয় উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে কাজ শুরু করেছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। সুনামগঞ্জের উন্নয়নের জন্য তাকে মন্ত্রিপরিষদে জায়গা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।

 

এমএ মান্নান বলেন, আমি নতুন মন্ত্রিপরিষদে না থাকলেও সংসদে আছি। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চারবার দলের মনোনয়ন দিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়ে কাজ করার সুযোগ দিয়েছেন। সরকারের দুই মেয়াদে মন্ত্রিপরিষদে কাজ করার সুযোগ পেয়েছি। আমি শেখ হাসিনার একজন কর্মী তিনি যেখানে কাজে লাগাবেন, সেখানেই কাজ করব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments