গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি মতিউর রহমান (দুলাল)::
সমাজের প্রতিবন্ধী ও অসহায় জনগোষ্ঠীদের নিয়ে বিরামহীনভাবে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আর্ন এন্ড লিভ” । ব্যবস্তাপনা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি সুদূর লন্ডন থেকে বাংলাদেশের একঝাক তরুন স্বেচ্ছাসেবীদের দিয়ে এই মানবিক কর্ম পরিচালনা করে আসছেন।
১০ ও ১১ই জানুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) টানা দুই দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিদিষ্ট সংখ্যক শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে ৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
১০ জানুয়ারি বিকেলে ৩:০০টায় উপজেলা ফুলতৈলছগাম মাদ্রাসা মাঠে সংগঠনের উপজেলা প্রতিনিধি স্বেচ্ছাসেবী মতিউর রহমান (দুলাল) এর পরিচালনায় ফুলতৈলছগাম তা’লীমুল কোরআন নুরানি মাদ্রাসার শিক্ষক ও ফুলতৈলছগাম বড়জামে মসজিদের ইমাম মাওলানা আলীম উদ্দিন কে প্রধান অতিথি করে পূর্বতালিকাবদ্ধ প্রায় ৩৮ জন উপকার ভোগীদের একসাথে জড়ো করে পর্যক্রমে বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আলীম উদ্দিন তার বক্তব্যে ধর্মীয় আলোকে দানখয়রাত, বস্ত্রহীনকে শীতবস্ত্র দানের ফজিলত সম্পর্কে আলোচনা করে সংগঠনের পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি ও তার স্বেচ্ছাসেবীদের মঙ্গল কামনা করেন।
পরদিন ১১ই জানুয়ারী বৃহস্পতিবার স্বেচ্ছাসেবীরা বাকি ১৫টি কম্বল নীজ কাঁধে বহন করে এলাকার প্রত্যন্ত অঞ্চলের তালিকা বদ্ধ শীতার্তদের হাতে পৌঁছে দেন।
টানা দুইদিন ব্যাপি এ মানবিক কর্মে যেসকল স্বেচ্ছাসেবক মেধা ও শ্রম দিয়েছেন তারা হলেন জহির উদ্দিন, সাইদুর রহমান, অর্জুন বিশ্বাস, পাবেল আহমদ, জামিল আহমেদ, আব্দুল্লাহ আল মাহফুজ, বোরহান উদ্দিন, শাহেদ আহমদ, নজরুল ইসলাম ও এনামুল হক।