Sunday, November 24, 2024
Homeজাতীয়মন্ত্রিসভায় ১৮ নতুন মুখ

মন্ত্রিসভায় ১৮ নতুন মুখ

বিশেষ প্রতিনিধি:

 

আগামীকাল বৃহস্পতিবার সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কয়েকজন নির্বাচিত সংসদ সদস্যকে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

 

সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ২৫ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ১১ জন

 

এবার নতুন করে যারা মন্ত্রিসভায় যুক্ত হতে ডাক পেয়েছেন- কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), মেজর জেনারেল (অব.) আবদুস সালাম (ময়মনসিংহ-৯), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) ও নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬)।

 

এছাড়াও টেকনোক্র্যাট (নির্বাচিত সংসদ সদস্য নন) হিসেবে মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

 

নতুন ৭ প্রতিমন্ত্রী- বেগম সিমিন হোসেন (রিমি) (গাজীপুর–৪), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা–১৭), মো. মহিবুর রহমান (পটুয়াখালী–৪), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম রুমানা আলী (গাজীপুর–৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট–২), আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল–৬)।

 

দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন তিনি।

 

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments