Sunday, November 24, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগআইজিপির ভাইয়ের নৌকা ডুবিয়ে সুরঞ্জিতপত্নীর জয়

আইজিপির ভাইয়ের নৌকা ডুবিয়ে সুরঞ্জিতপত্নীর জয়

বিশেষ প্রতিনিধি:

নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা ও চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ।

সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে এবার চারটিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। একমাত্র ব্যতিক্রম সুনামগঞ্জ-২ আসন। দিরাই-শাল্লা আসনটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা। তিনি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদকে পরাজিত করেছেন। মাহমুদ আইজিপি আবদুল্লাহ আল মামুনের ভাই।

 

রোববারের নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে জয়া সেনগুপ্তা পেয়েছেন ৬৭ হাজার ৭৭৫ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী নৌকার চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৫৮ হাজার ৬৭২ ভোট। ভোটের ব্যবধান ৯ হাজার ১০৩।

 

 

সুনামগঞ্জ-২ আসনের ১১১ কেন্দ্রের মধ্যে ১০৮ কেন্দ্রের ফল পাওয়ার পর জয়া সেনগুপ্তাকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়েছে। ওই তিন কেন্দ্রের মোট ভোট ৯ হাজার ৫৭টি।

 

জয়া সেনগুপ্তা আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সুনামগঞ্জ-২ আসনে সাতবারের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর ২০১৭ সালে এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথম সংসদ সদস্য হন জয়া।

 

এর পর ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন তিনি। এবারও দলের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন তিনি।

 

এবার সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ছোট ভাই। তিনি শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments