Saturday, November 23, 2024
Homeজাতীয়হবিগঞ্জ-২ আসনে নৌকার বিজয় ঈগলের পরাজয়

হবিগঞ্জ-২ আসনে নৌকার বিজয় ঈগলের পরাজয়

শাহ সুমন,(বানিয়াচং প্রতিনিধি):::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র ঘোষিত ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এড: হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বিপুল ভোটে বিজয়ী।

ঘন কুয়াশার মধ্যে গর্ভধারনী মাকে নিয়ে নিজ ভোট কেন্দ্রে হাজির হন হবিগঞ্জ-২ আসন (বানিয়াচং-আজমিরীগঞ্জ) এর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল। বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২নং ভোট কেন্দ্রে গর্ভধারনী মা’য়ের ভোটের মাধ্যমে তিনি সকাল ৮টা ১৫ মিনিটে তার নিজের ভোট প্রয়োগ করেন।

বিভিন্ন কেন্দ্র ঘোষিত ফলাফল অনুযায়ী বানিয়াচং উপজেলার ১০৬ টি কেন্দ্রের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী এড: ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের প্রাপ্ত ভোট ৭০ হাজার ১০৯ এবং আজমিরীগঞ্জ উপজেলার প্রাপ্ত ভোট ২৮ হাজার ৪৯৪।

আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী বর্তমান এমপি এড: আব্দুল মজিদ খান বানিয়াচংয়ে ঈগল মার্কায় প্রাপ্ত ভোট পেয়েছেন ৩৮ হাজার ১৩০ ভোট, আজমিরীগঞ্জ উপজেলায় পেয়েছেন ১১ হাজার ৪১৮ ভোট। আওয়ামীলীগের প্রার্থী এড: ময়েজ উদ্দিন শরীফ রুয়েল মোট ভোট পেয়েছেন ৯৮ হাজার ৬০৩ ভোট
আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এড: আব্দুল মজিদ খান মোট ভোট পেয়েছেন ৪৯ হাজার ৩৪৮ ভোট।

আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এড: ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ৪৯ হাজার ২৫৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বানিয়াচং উপজেলায় মোট ১৫ টি ইউনিয়নের ১০৬ টি কেন্দ্র রয়েছে।

মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৮৫২ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৮ হাজার ৩১১জন।নারী ভোটার রয়েছেন ১ লক্ষ ৩৫ হাজার ৫৪১ জন। আজমিরীগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নে ৪৪ টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার রয়েছেন ৯৪ হাজার ৪৮২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৮ শত ৩৫ জন। নারী ভোটার ৪৬ হাজার ৬ শত ৪৭ জন। এদিকে এই আসনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের সংসদীয় আসন ২৪০ হবিগঞ্জ-০২ প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনসার,পুলিশসহ মোট ১হাজার ৪শত ৮৮জন সদস্য নিয়োজিত ছিলেন।

এছাড়াও বিজিবি ২ প্লাটুন,র‍্যাব ১ প্লাটুন, এস্ক্রিকিউটিভ ও জুডিসিয়ারি ম্যাজিস্ট্রেট রয়েছেন ৬জন ও মোবাইল টিম স্ট্রাইকিংসহ ১০জন নিয়োজিত ছিলেন। এছাড়াও নির্বাচন সহকারী রিটার্নিং অফিসার সূত্রে সর্বশেষ শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৭জানুয়ারি(রবিবার) জানাযায়,ঝুকিপূর্ণ ৯টি কেন্দ্র থাকলেও সেখানে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন নিয়োজিত ছিলেন। এছাড়াও গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিটের সদস্যগনের নজরদারিতে ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments