Friday, November 8, 2024
Homeজাতীয়ফল ঘোষণার আগেই আনন্দ মিছিল, যা বললেন ব্যারিস্টার সুমন

ফল ঘোষণার আগেই আনন্দ মিছিল, যা বললেন ব্যারিস্টার সুমন

বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ এর স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারঘাট থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়ছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

 

রোববার দিনব্যাপী এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে সুমনের পক্ষে ঈগলের ভোটের জোয়ার লক্ষ্য করা গেছে। তবে অ্যাডভোকেট মাহবুবের পক্ষে নৌকা প্রতীকের ভোটারদের তেমন উচ্ছ্বাস দেখা মেলেনি।

 

এরই অংশ হিসেবে দিনগড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঈগলের পক্ষে ব্যারিস্টার সুমনের সমর্থকরা আনন্দ মিছিল বের করে। এসময় তারা, জিতবে এবার ঈগল, জিতবে ব্যারিস্টার সুমন, জিতবে জিতবে, ঈগল জিতবেসহ নানা ধরনের স্লোগান দিতে থাকে।

 

ফল ঘোষণার আগেই সমর্থকদের আনন্দ মিছিলের বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার সুমন বলেন, আনন্দ র্যালীকে স্বাভাবিকভাবে নিচ্ছি। কারণ হচ্ছে, অ্যাডভোকেট মাহবুবকে তো অনেক দিন থেকেই আমি চিনি ও জানি। বাইরের মানুষ তাকে শুধু মন্ত্রীই হিসাবে জানে। আমি তাকে এমপি থেকেই চিনি, তার কাজকর্ম সম্পর্কে অবগত। তার জনসম্পৃক্ততা না থাকার কারণে নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই আমার বিশ্বাস ছিল যে, বিশাল ব্যবধানে আমি জিতব। আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না। আমার এলাকার মানুষদের জন্য যে ঘাম ফেলেছি, তার ফল আমার এলাকার মানুষ আমাকে দিয়েছে।

 

আমার পক্ষে যে ভোট, আমি মনে করি শুধু এলাকার মানুষ আমাকে এমপি বানায়নি, সারা বাংলাদেশের মানুষের দোয়া ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments