Sunday, November 24, 2024
Homeরাজনীতিসিলেট ৬ আসনে নৌকা প্রতিক এগিয়ে

সিলেট ৬ আসনে নৌকা প্রতিক এগিয়ে

সারা দেশের ন্যায় সিলেটেও রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে রয়েছে নৌকার প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এগিয়ে রয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ আসনের বিয়ানীবাজার পিএইচজি হাই স্কুল কেন্দ্রে নৌকা ৫৪৮ ও ঈগল ১২৮টি ভোট পেয়েছে।

দুধবকশী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪১৩, ঈগল ২৬৬ ও লাঙ্গল প্রতীক পেয়েছে ২৯টি ভোট।

শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫৬৪, ঈগল ৩০০ ও লাঙ্গল ৩০টি ভোট পেয়েছে।

গোলাপগঞ্জের ফুলবাড়ি মাদ্রাসা কেন্দ্রে নৌকা ৪৯৯, ঈগল ১৭৬, সোনালী আঁশ ১১০ ও লাঙ্গল প্রতীক পেয়েছে ২৩টি ভোট।

গোলাপগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কেন্দ্রে নৌকা ৩৮৮, সোনালি আশঁ ২১৪, ঈগল ১১৪, মিনার ১১ ও লাঙল ১০টি ভোট পেয়েছে।

বিয়ানীবাজারের মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নৌকা ৩১৯, ঈগল ৩১২ ও লাঙ্গল প্রতীক পেয়েছে ৭৭টি ভোট।

গোলাপগঞ্জের ভাদেশ্বর মাইজভাগ কেন্দ্রে নৌকা ৫২০, সোনালী আঁস ১৭৬ ও ঈগল ৬০টি ভোট পেয়েছে।

গোলাপগঞ্জ নিজ মোহাম্মদপুর হাজী আসাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩১৭ ও ঈগল প্রতীক পেয়েছে ২৮২টি ভোট।

বিয়ানীবাজার দেউল গ্রাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০৭ নৌকা ও ২৬৪টি ভোট পেয়েছে ঈগল প্রতীক।

তেরাদল (২) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫১১ ও ঈগল ২৩৬টি ভোট পেয়েছে।

সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল ৩৩৬ ও নৌকা প্রতীক পেয়েছে ৩৩০টি ভোট।

তিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ৩৬৩টি ভোট ও ঈগল পেয়েছে ১৭৪টি ভোট।

পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪৯১ ও ঈগল প্রতীক ৪০২টি ভোট পেয়েছে।

গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ কানিশাইল (১নং ওয়ার্ড) কেন্দ্রে নৌকা ৮৮১, সোনালী আশ ১২৬, ঈগল ৯৮ ও লাঙ্গল প্রতী পেয়েছে ২৩টি ভোট।

খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১ হাজার ৫ ও ঈগল ১৮১টি ভোট পেয়েছে।

পূর্ব মুড়িয়া নওয়াগ্রাম প্রগতি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৩৪, ঈগল ১২৬ ও লাঙ্গল ৩২।

আল-এমদাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮০৩, ঈগল ২৯৮ ও সোনালী আঁশ ২২৪।

বাগিরঘাট উচ্চ বিদ্যালয় সেন্টারে নৌকা ২৭৩, সোনালী আঁশ ৫৩, লাঙ্গল ১৪ ও ঈগল ২৪।

বহরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে নৌকা ৩৯০ ও ঈগল ২৮৫।

ভাদেশ্বর নিয়াগুল সেন্টারে নৌকা ৪৫০, ঈগল ২১০ ও সোনালী আঁশ ৩১।

ভাদেশ্বর পশ্চিমভাগ কেন্দ্রে নৌকা ৪৭৮, সোনালী আঁস ৮১ ও ঈগল ৫৪।

ভাদেশ্বর মাইজভাগ কেন্দ্রে নৌকা ৫২০, সোনালী আঁস ১৭৬ ও ঈগল ৬০।

গোলাপগঞ্জের বাঘা কেন্দ্রে নৌকা ৩ হাজার ৭ ও ঈগল ২ হাজার ৩১০।

বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রে নৌকা ৫৩৭, ঈগল ৩১৮, লাঙ্গল ১৯ ও সোনালী আঁশ ১৮।

কালাইউরা কেন্দ্রে নৌকা ২৫৯ ও ঈগল ২৮০।

বড়দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল ২৬৯ ও নৌকা ২৫১টি।

শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫৯১, ঈগল ৪১১, লাঙল ৫০ ও সোনালী আঁশ ২৩।

উত্তর আকাখাজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে নৌকা ৪০৯ ও ঈগল ৬৯।

পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪৯১ ও ঈগল ৪০৪।

চারখাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৬২৪ ও ঈগল ২৮৫।

পুরুষপাল মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে নৌকা ২৫৬ ও ঈগল ১০৫।

শালেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৫০ ও ঈগল ৩০৬।

জলঢুপ উচ্চ বিদ্যালয় সেন্টারে নৌকা ৮৮৩ ও ঈগল ৪৫১।

ঘুঙ্গাদিয়া কাজিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩২৬ ও ঈগল ৩২২।

দাঁড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৬৭, ঈগল ১০৯ ও সোনালী আঁশ ৪৭।

আলীনগর চন্দগ্রাম কেন্দ্রে নৌকা ৩৮০ ও ঈগল ১২৭।

৭নং মাথিউরা ইউনিয়ন ভোটকেন্দ্রে নৌকা ১৭১৯ ও ঈগল ১০২৮।

শেওলা দিগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে নৌকা ৩৫৭, ঈগল ৩৪৬ ও লাঙ্গল ৩৩।

শেওলা বালিঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৭১ ও ঈগল ৩২৬।

পূর্ব মুড়িয়া বড়ুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৭৬ ও ঈগল ৪৭।

ঢাকাদক্ষিণ ইউনিয়ন কেন্দ্রে নৌকা ৩০৭৪ ও ঈগল ১৬৭৩।

গোলাপগঞ্জ দক্ষিণভাগ শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৬২, ঈগল ৯২ ও সোনালী আশ ৬৩।

দেউলগ্রাম দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩০৭ ও ঈগল ২৬৪।

গোলাপগঞ্জ দক্ষিণভাগ শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৬২, ঈগল ৯২ ও সোনালী আশ ৬৩।

দেউলগ্রাম দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩০৭ ও ঈগল ২৬৪।

বুধবারী বাজার ইউনিয়ন কেন্দ্রে নৌকা ১৮৬১ ও ঈগল ১০০১।

কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৫৪৭ ও ঈগল ২২৪।

কানিশাইল চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ৮৮১, ঈগল ৯৮ ও আশঁ ১২৬।

বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নৌকা ৫৭১ ও ঈগল ১৮৩।

চারখাই শিকারপুর ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে নৌকা ১৭১, ঈগল ৩৮৬, লাঙ্গল ২৫ ও সোনালী আঁশ ৯।

বহরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে নৌকা ৩৯০ ও ঈগল ২৮৫।

গোবিন্দশ্রী কেন্দ্রে নৌকা ৪০৯ ও ঈগল ১৪১।

সিলেট-৬ আসনে প্রার্থী ছিলেন ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ নুরুল ইসলাম নাহিদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন (ঈগল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি), জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার)।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments