Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৬ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল থানা ক্যাম্পাসে শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় নির্বাচনী ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার, ফোর্সদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

ব্রিফিংয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম ও ওসি (অপারেশন) তাপস চন্দ্র রায়।
নির্বাচনী ব্রিফিং প্যারেডে পুলিশের সকল কর্মকর্তা, আনসার কমান্ডার, সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৮৭টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকবেন। তা ছাড়া জরুরি প্রয়োজনে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

ভোটকেন্দ্রের আইশৃঙ্খলা পর্যবেক্ষণে সার্বক্ষণিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments