Friday, November 8, 2024
Homeঅপরাধশাল্লায় বোরো রোপণকৃত জমিতে মই দিয়ে নষ্ট করায় থানায় অভিযোগ

শাল্লায় বোরো রোপণকৃত জমিতে মই দিয়ে নষ্ট করায় থানায় অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি:::

বৃহস্পতিবার কেঞ্চি মার্কার জনসভার মঞ্চে আমি উপস্থিত থাকার জন্য ই প্রতিপক্ষের লোকজন আমার রোপণকৃত জমিতে মই দিয়েছে বলে আমার ধারণা বলে এ প্রতিবেদককে জানিয়েছেন ভুক্তভোগী শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ভেড়াডহর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত রবীন্দ্র চন্দ্র বৈষ্ণবের বড় ছেলে রঞ্জন কুমার বৈষ্ণব।

তিনি বলেন শান্তিনগর গ্রামের বজলু মিয়া, মমিন মিয়া ও সাদ্দাম মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন লোক (শুক্রবার সকাল ৯ টায়) আমার রোপণকৃত ( চাকই বিল এলাকায়) প্রায় ৩ কেদার বোরো ধানের রোপনকৃত চারা মই দিয়ে নষ্ট করে ফেলেছে ।

শুক্রবার সকাল ৯ টার দিকে তার নিজ গ্রামের
পশ্চিমের হাওড়ে এঘটনা ঘটে। তিনি আরো বলেন এজমি তার পুর্ব পুরুষের স্বত্ত ও দখলীয়। ভুলবশত সেটেলমেন্ট জরিপে কুড়ি শ্রেনী হিসেবে সরকারি খতিয়ানভুক্ত হয়েছে। এবিষয়ে আমি সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে স্বত্ত¡ মোকাদ্দমা মামলা বিচার প্রক্রিয়াধীন রয়েছে।এবিষয়ে রঞ্জন বৈষ্ণব বাদী হয়ে বিকালে ২৩ জনকে বিবাদী করে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে তিনি জানান। তবে
ফসলী জমিতে মই দেয়া ব্যাক্তি ইয়াকুব মিয়া জানান, শান্তিনগর গ্রামের বজলু মিয়ার ছেলে সাদ্দাম মিয়া, নজরুল ও গাজী মিয়ার কথায় জমিতে মই দিয়ে বোরো ধানের চারা ভেঙ্গে ফেলেছে। এনিয়ে কথা হয় সাদ্দাম মিয়ার সাথে তিনি বলেন, এই ঘটনার সময় আমি ঘুঙ্গিয়ারগাঁও বাজারে ছিলাম। আমি কিছুই জানিনা। রোপণকৃত ধানের চারা মই দিয়ে নষ্ট করার এমন বর্বরতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ালে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানা পুলিশ জানান ।

অভিযোগের বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান আমার কাছে এখনো অভিযোগ আসেনি। অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ও অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়ার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments