Saturday, November 23, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগদোয়ারাবাজারে প্রার্থীর বাড়ি ও নির্বাচনী অফিসে নৌকার সমর্থকদের হামলা

দোয়ারাবাজারে প্রার্থীর বাড়ি ও নির্বাচনী অফিসে নৌকার সমর্থকদের হামলা

 

দোয়ারাবাজার প্রতিনিধি:

 

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একাতারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু সালেহ’র নির্বাচনী মিছিলে হামলা, নির্বাচনী অফিস, বাড়িঘর ভাঙ্চুঙর ও মারধরের ঘটনা ঘটেছে। এতে বেশকয়েক জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর বলে খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ দিকে ঘটনার খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

আবু সালেহের সমর্থকরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একতারার সমর্থকরা একটি মিছিল নিয়ে প্রার্থীর বাসভবন থেকে বাংলাবাজারের

দিকে যাচ্ছিলেন। এসময় মিছিলটি বরইউড়ি মাদ্রাসার পাশাপাশি এলে নৌকার পোস্টার লাগানো কয়েকটি মোটরসাইকেল থেকে নেমে নৌকার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা ঘটায়। একপর্যায়ে নির্বাচনী অফিস,বাড়িঘর ভাঙ্গচুর করে। হামলায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

সংসদ সদস্য প্রার্থী আবু সালেহ অভিযোগ করে বলেন, আমার শান্তিপূর্ণ নির্বাচনী মিছিলে আগে থেকে ওৎপেতে থাকা আওয়ামী লীগ সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এসময় তারা দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে মিছিলে হামলা করে এবং বেধড়ক মারধর করে। একপর্যায়ে তারা নির্বাচনী অফিস, সংসদ সদস্য পদপ্রার্থীর বাড়িঘর ভাঙচুর করে।

 

ঘটনাস্থল পরিদর্শন করে এএসপি (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক বলেছেন, একতারা প্রতীকের মিছিলে হামলা, ভাঙচুরের ঘটনাটি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

জানতে চাইলে সহকারী রিটার্নিং অফিসার ও দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, একতারা প্রতীকের মিছিল হামালার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments