নিউজ ডেস্ক:
সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমানের নৌকা মার্কার সমর্থনে বিশ্বনাথের বিভিন্ন বাজার ও ইউনিয়ন এলাকার ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণা চালানো হয়।
সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম ফনিকের উদ্যোগে অনুষ্ঠিত গণসংযোগ ও প্রাচারণাকালে নেতৃবৃন্দ বলেন, আলহাজ¦ শফিকুর একজন পরিক্ষীত ও জনবন্ধব জনপ্রতিনিধি। উদার ও সজ্জন ব্যক্তিত্ব শফিকুর রহমান চৌধুরী এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন প্রিয়ভাজন ব্যক্তি। নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে বিশ^নাথ-ওসমানীনগরের উন্নয়নের বিপ্লব সাধিত হবে। সং, যোগ্য ও জনদরদী শফিকুর রহমান চৌধুরী এলাকার গরীব দুঃখী মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। নেতৃবৃন্দ ৭ জানুয়ারি নির্বিঘেœ ও স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দানের জন্য অনুরোধ জানান।
তারা বলেন, বিশ্বনাথ ও ওসমানীনগরবাসী এখন শফিকুর রহমান চৌধুরীর লক্ষ্যে ঐক্যবদ্ধ। তারা নৌকা মার্কায় ভোট দিয়ে শফিকুর রহমানকে বিজয়ী করি বাস্তব ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানান।
বিশ^নাথের ১নং লামাকাজী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাহেবের নগর পয়েন্ট, বুরকি গ্রাম, ৫নং ওয়ার্ডের মুন্সীর গাঁও, হাইল কিয়ারী, দৌলতপুর, স্ত্রিগোরকান্ত, চৌধুরী বাজার, রামপাশা পয়েন্ট, বিশ^নাথ সদর, ২নং খাজাঞ্চি ইউনিয়নের বিভিন্ন বাজার পয়েন্ট ও গ্রামে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।
প্রচারণায় অংশ নেন শেখ পাবেল শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল হোসেন, আবুল কালাম ফনিক, আওয়ামী লীগ নেতা মো. আব্দুল আজিজ, মো. আনহার আলী, মো. আবুল বশর, মো. আকদ্দুছ আলী, জসিম উদ্দিন, লিয়াছ উদ্দিন, আছমত আলী, সিনিয়র সংবাদিক মামুন হাসান, জাবেদ আহমদ, নুরুল ইসলাম, টুনু তালুকদার, বিপলু আহমদ প্রমুখ।