বিশেষ প্রতিনিধি:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জি এম কাদের বলেছেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। তবে ভোটাররা কেন্দ্রে আসবেন কিনা বা ভোট দিতে পারবেন কিনা; আর ভোট দিলেও সঠিকভাবে গণনা ও ফলাফল সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে সংশয় আছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, দেশের মানুষ নির্বাচন নিয়ে আস্থাহীনতায় আছে। আওয়ামী লীগ অন্যায়ভাবে সব দখল করে নেবে কিনা– ভোটাররা এ নিয়ে এখনও শঙ্কায়। নির্বাচন সুষ্ঠু না হলে চলমান সংকট ঘনীভূত হবে। দেশে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।
রংপুরে ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, এখানে ভোটের পরিবেশ ভালো আছে। কিন্তু শেষ পর্যন্ত কী হয়, সেটা দেখার পালা। সব উপেক্ষা করে জাপার প্রার্থীরা মাঠে সরব আছে এবং থাকবে। এ ছাড়া এবার প্রায় সব আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি।
জাপা চেয়ারম্যান বলেন, নিজ দলের যারা নির্বাচন থেকে সরে যাচ্ছেন; ভোটের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জাপা প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, জেলা জাপার সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়াসহ দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।