দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
আসছে আগামী ৭জানুয়ারী নির্বাচনের দিন যত গড়াচ্ছে নৌকার পালে বইছে বৈশাখের উষ্ণ হাওয়া। প্রকৃতির সাথে তাল রেখে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, সেচ্চাসেবকলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা উষ্ণ বারতা দিতে যুক্ত হচ্ছেন নৌকায় মিছিলে মিছিলে। গত এক সপ্তাহে প্রধানমন্ত্রীর মেট্রো রেলের বেগে ছুটছে শেষ নিশানায়। সব মিলিয়ে বলাই যায় নৌকার পক্ষে চলছে গণজোয়ার।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারা বাজার) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক নির্বাচনীয় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। অন্যান্য প্রার্থীর রশিতে ঝুলানো পোষ্টার ছাড়া প্রার্থীদের তৎপরতা তেমন বেশী চোখে পড়ছে না বল্লেই চলে। তবে এই নির্বাচনে ভোট যুদ্ধে লড়াই হবে দ্বি-মুখী নৌকা বনাম স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরীর ঈগল বিষয়টি প্রায় নিশ্চিত ভাবে বলা যায়।
এদিকে, নৌকার পালের হাওয়া গত কয়েক দিন থেকে ভর করেছে। বিভেদ ও আঞ্চলিকতা ভুলে নেতাকর্মীরা ঝাঁকে ঝাঁকে যুক্ত হচ্ছেন। সবার লক্ষ্য স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, জাতির জনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা জয় চাই। মূলত এই সুরলহরে নৌকার পালে বইছে বৈশাখের উষ্ণ হাওয়া। উষ্ণতার সুরে পরশ বিলিয়ে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্যা সদস্যা, উপজেলা আওয়ামীলীগ সহ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন, পৌর প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা সেচ্চাসেবকলীগ নেতা আবায়দুর রউফ বাবলু, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল গফফার, ইসতিয়াক রহমান তানভীর ও পৌর যুবনেতা সাদমান মাহমুদ সানি। বিশেষত্ব মুহিবুর রহমান মানিকের গণ সংযোগে তাদের কারনে পরিণত হচ্ছে জন সমুদ্রে।
ছাতক দোয়ারার অলিতে গলিত পাড়া-মহল্লায় চায়ের দোকানসহ সর্বত্র নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিকে নিয়ে ভোটারদের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে। প্রতিদিনের প্রচার-প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন ১০-১৫টি বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করছেন এই প্রার্থী।
মুহিবুর রহমান মানিক বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। দেশের টাকায়। পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, বড় বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন, নদীর তলদেশে টানেল নির্মাণ, নতুন রেললাইন স্থাপন, বড় বড় ফ্লাইভার নির্মাণ ও এক্সপ্রেসওয়ে নির্মাণসহ অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করেছেন। এসব উন্নয়ন আজ দৃশ্যমান হওয়ায় দেশের চেহারা পাল্টে গেছে। আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিন আমার বাকী অসম্পূর্ণ কাজ সমাপ্ত করবো।
নৌকার পক্ষে মাঠে রয়েছেন উপজেলার তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবক লীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগ সহ অঙ্গ ও সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ।