বিশেষ প্রতিনিধি:
মঙ্গলবার বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভা আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: কালের কণ্ঠ
মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেট মাঠের মতো নির্বাচনেও তাকে ‘ছক্কা মেরে দিতে’ বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভা আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
জনসভায় বক্তব্যের এক পর্যায়ে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের নৌকার প্রার্থী আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনের নৌকার প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী, মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান, রাজবাড়ি-১ আসনের নৌকার প্রার্থী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের নৌকার প্রার্থী ঝিল্লুল হাকিমকে পরিচয় করে দেন।
জনসভায় ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটা রত্ন আছে। তাকে এবার নৌকা মার্কার মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি হলেন সাকিব আল হাসান।
তাকে মাগুরা-১ আসন থেকে নৌকা মার্কার প্রার্থী করা হয়েছে। সাকিব আল হাসান বক্তব্য দিতে না পারলে সমস্যা নেই। সে আমাদের ক্রিকেটের রত্ন, খেলার মাঠে ছক্কা আর বল মেরে উইকেট আউট করলেই হবে। নৌকা মার্কায় জয়লাভ করে ভোটের মাঠে ছক্কা মারলেই হবে।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টা ১৩ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজের জনসভায় যোগ দেন। জনসভা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে স্লোগান ও অভিবাদন দিয়ে বরণ করে নেন।