Sunday, November 24, 2024
Homeনির্বাচনপোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে ইসি

পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে ইসি

বিশেষ প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রত্যেক প্রার্থীর পাঁচজনকে মাস্টার ট্রেইনার হিসাবে তিনশ আসনের প্রায় ১০ হাজার ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হবে। ২৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে প্রশিক্ষণের আয়োজন করবেন রিটার্নিং কর্মকর্তারা।

মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে ইসি সচিবালয়। নির্বাচন কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনে এত বড় আকারে এবারই প্রথম এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করছে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী রয়েছেন এক হাজার ৯৩৩ জন। এর মধ্যে এক হাজার ৫১৯ জন রাজনৈতিক দলের। বাকি ৪১৪ জন স্বতন্ত্র প্রার্থী।

প্রার্থীর পোলিং এজেন্টদের প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান যুগান্তরকে বলেন, প্রার্থীর পাঁচজন মাস্টার ট্রেইনারকে আমরা প্রশিক্ষণ দেব। ওই ট্রেইনাররা প্রার্থীর বাকি এজেন্টদের প্রশিক্ষণ দেবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব পোলিং এজেন্টকে নির্বাচন কমিশনার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments