রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধি::
হবিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টার বিশেষ অভিযানে সর্বমোট গাঁজা ৭৪ কেজি, ইয়াবা ট্যাবলেট-১৪৩ পিস, দেশীয় তৈরী চোলাই মদ-২০ লিটার ও ১২ জন আসামী আটক।
হবিগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৪৮ কেজি গাঁজা, ০৩জন জুয়াড়ীসহ ০৫ জন আটক, চুনারুঘাট থানা কর্তৃক ১৭ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বানিয়াচং থানার অভিযানে ০৯ কেজি গাঁজা, ০৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক, লাখাই থানার বিশেষ অভিযানে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক ও আজমিরীগঞ্জ থানার বিশেষ অভিযানে ২৪ পিস ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক। এতদ্সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মোট ০৮টি মামলা রুজু করা হয়েছে।
হবিগঞ্জে ২৪ ডিসেম্বর ২০২৩খ্রি. তারিখ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস রিলিজ এর আয়োজন করা হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, হবিগঞ্জসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ।