Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জের আজমিরীগঞ্জে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির নেই কোন প্রভাব

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির নেই কোন প্রভাব

 

বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ::

বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশে চলছে বিএনপি ও সমমনা দলের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি।

রোববার (২৪ ডিসেম্বর) ভোর ৬টায় অবরোধ শুরু হয়েছে। যা শেষ হয় সন্ধ্যা ৬টায়।

মূলত, সরকারের বিরুদ্ধে বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পর এটি প্রথম দফার এবং সব মিলিয়ে দ্বাদশ দফার অবরোধ কর্মসূচি। যদিও সকাল থেকে অবরোধের কোনো প্রভাব নেই আজমিরীগঞ্জের সড়কগুলোতে। স্বাভাবিকভাবেই সব গণপরিবহন চলতে দেখা গেছে। আজমিরীগঞ্জ বাজারে সাপ্তাহিক হাট বার ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকানপাটও। শুরু হয়েছে কর্মচাঞ্চল্য। জমে উঠে ছিল গরুর বাজারও ।

সকালে সরেজমিনে আজমিরীগঞ্জ -বানিয়াচং শরিফ উদ্দিন সড়ক ও আশেপাশের বিভিন্ন এলাকা ও সড়ক ঘুরে এমন চিত্রই চোখে পড়ে। দেখা যায়, গণপরিবহন চলাচলের হারও স্বাভাবিক। এর পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, , সিএনজি, মোটরসাইকেল এবং রিকশার উপস্থিতিও চোখে পড়ার মত। এসব এলাকার দোকানপাট, মার্কেট খোলার ক্ষেত্রেও শুরু হয়েছে কার্যক্রম। স্বাভাবিক সময়ের মতোই ব্যস্ত সময় পার করছেন, শরিফ উদ্দিন সড়কের জিংরি নামক ব্রিজে ভোর বেলায় থেকে ঘন কোয়াশার মধ্যে এক দল পুলিশ দায়িত্ব পালন করছে। তাহাদের কাছ থেকে জানা যায় বিএনপি ও সমমনা দলের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির কারনে যাতে কোন অপ্রিতিকর কোন ঘটনা না ঘটে, আজমিরীগঞ্জ থানার পুলিশ প্রতিটি পয়েন্টে টহল রয়েছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ডালিম আহম্মেদ ‘র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান টিম আজমিরীগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষায় সব সময় সোচ্চার রয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments