বিশেষ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। পথসভা-উঠান বৈঠক করে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান:
‘সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে আমরা থাকব পাশাপাশি’-এই স্লোগানে ময়মনসিংহ-৪ (সদর) আসনে শনিবার হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্তর সভা অনুষ্ঠিত হয়েছে।
মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট তপন দের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র সরকার, মহানগর সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগর সভাপতি প্রশান্ত দাস চন্দন, সম্পাদক পবিত্র রঞ্জন দে।
যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল শনিবার গণসংযোগ করেছেন।
সুনামগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক দোয়ারা বাজারে বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন ব্রাহ্মণপাড়ার মালাপাড়া ইউনিয়নের হযরত মরহুম আলী শাহ (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচার শুরু করেছেন। তিনি ফুলকপি মার্কায় ভোট চাইছেন।
প্রচারকালে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল হোসেন প্রমুখ।
বরিশাল-১ আসনে নৌকার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহর সমর্থনে শনিবার গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশীক আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সম্পাদক আবু সালেহ মো. লিটন।
বরিশাল-২ আসনের প্রার্থী রাশেদ খান মেনন বানারীপাড়ার চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মাঠে গণসংযোগ করেছেন। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম মনি উজিরপুরের গণসংযোগ করেন।
বরিশাল-৩ আসনের মহাজোটের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু বাবুগঞ্জের মাদকপাশায় প্রচারণা চালান। একই আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন।
বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্র্থী ঈগল প্রতীকে পঙ্কজ নাথ মেহেন্দিগঞ্জে গণসংযোগ করেছেন।
বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্র্থী ট্রাক প্রতীকে সালাউদ্দিন রিপন নতুনবাজার ও চরবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন।
বরিশাল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে শামসুল আলম চুন্নু গণসংযোগ করেছেন।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে শনিবার নৌকায় ভোট চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে সাদমান শাহরিয়ার। এছাড়া কাঁচি প্রতীকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক রাহেনুল হক রায়হান। মনিগ্রাম ইউনিয়নে প্রচারকালে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী।
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস শনিবার ঈগল প্রতীকে ভোট চেয়ে চৌডালা ইউনিয়নে গণসংযোগ করেছেন।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেল শনিবার মায়ানী ইউনিয়নে উঠান বৈঠক করেছেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, ইউপি চেয়ারম্যান কবির নিজামী।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নৌকার প্রার্থী এইচএম ইব্রাহিম এমপি শনিবার গণসংযোগ ও পথসভা করেছেন।
এ সময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুন নুর দুলাল, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে সভায় প্রধান অতিথি ছিলেন নৌকার প্রার্থী এমপি আহসানুল ইসলাম টিটু। পাকুটিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক এতে সভাপতিত্ব করেন।