Sunday, November 24, 2024
Homeঅপরাধদোয়ারাবাজারে বালু বাণিজ্যিক উদ্দেশ্যে কেনাবেচার অপরাধে জরিমানা 

দোয়ারাবাজারে বালু বাণিজ্যিক উদ্দেশ্যে কেনাবেচার অপরাধে জরিমানা 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০

অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০,হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা মো: এরশাদ হোসেন ও জসিম উদ্দিন নামের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো ফজলে রব্বানি চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ঘটনাস্থলে জানা যায় , বালু বাণিজ্যিক উদ্দেশ্যে কেনাবেচার অপরাধে,

এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা গ্রামের মরহুম আব্দুল কাইয়ুমের পুত্র বালু রড সিমেন্ট ব্যবসায়ী এরশাদ হোসেন ও বরইউড়ি গ্রামের মরহুম আতাহার আলীর পুত্র জসিম উদ্দিন পান ব্যবসায়ী

থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাঠি ভ রাট পরিবহনের দায়ে দুই জনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো ফজলে রব্বানি চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments