Sunday, November 24, 2024
Homeলিড সংবাদসিলেটে ভোটের লড়াইয়ে টিকে রইলেন ৩৪ প্রার্থী

সিলেটে ভোটের লড়াইয়ে টিকে রইলেন ৩৪ প্রার্থী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের চারটি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ছয়প্রার্থী। এদের মধ্যে তিনজনই জাকের পার্টির। একজন তৃণমূল বিএনপির এবং আওয়ামী লীগের সাবেক তিনবারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ স্বতন্ত্রপ্রার্থী রয়েছেন দুইজন।
রোববার (১৭ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।ফলে সিলেট জেলার ৬টি আসনে ভোটের লড়াইয়ে থাকলেন ৩৪ জন প্রার্থী

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান।

তিনি জানান, প্রত্যাহারের শেষদিনে ৪টি আসনের ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। তারা হলেন সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-২ আসনে ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেল, জাকের পার্টির সিলেট-১ আসনের আব্দুল হান্নান, সিলেট-২ আসনে মো. ছায়েদ মিয়া ও সিলেট-৪ আসনের আলী আকবর এবং সিলেট-৫ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার।

স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দলের সিদ্ধান্তর বিরুদ্ধে মনোনয়ন দাখিল করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।

জাকের পার্টির অভিযোগ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তারা প্রত্যাহার করেছেন।

এদিকে, তৃণমূল বিএনপির প্রার্থীর অভিযোগ, দলের কেন্দ্রীয় নেতারা তার সাথে কোনো ধরনের সমন্বয় করেননি।

সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযাী সিলেটের ৬ টি আসনে মনোনয়ন জমা প্রদান করেন ৪৭ জন প্রার্থী। যার মধ্যে যাচাই বাছাইয়ে বিভিন্ন কারণে ১৪ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। বাকি ৩৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

তবে এরপর নির্বাচন কমিশনের আপিলে মনোনয়ন ফিরে পান ৭ জন। এতে মোট প্রতিদ্বন্দী প্রার্থীর সংখ্য দাঁড়ায় ৪০ জনে। এরপর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর) ৬ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এতে মূল প্রতিদ্বন্দীতায় ভোটের মাঠে এখনো টিকে আছেন ৩৪ জন।

চূড়ান্ত প্রার্থীদের মধ্যে সিলেট-১ আসনের ৫ জন, সিলেট-২ আসনের ৭ জন, সিলেট-৩ আসনের ৬ জন, সিলেট ৪ আসনের ৩জন, সিলেট-৫ আসনের ৭জন এবং সিলেট-৬ আসনের ৬ জন।

তারা হলেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর ইউসুফ আহমদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাছিত।

সিলেট-২  আসনে গণফোরামের নির্বাহী সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান, আওয়ামী লীগের প্রার্থী ও জেলার সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির মো. মনোয়ার হোসাইন ও বাংলাদেশ কংগ্রেসের মো. জহির। এই আসনে তৃণমূল বিএনপির দুজন প্রার্থী রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান খান ও মোহাম্মদ আব্দুর রব। তবে এ দুজনের মধ্যে শেষ পর্যন্ত কে থাকবেন তা প্রতীক বরাদ্দের পর জানা যাবে।

সিলেট-৩ আসনে  আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুবর রহামন, স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, জাতীয় পার্টির প্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির আনোয়ার হোসেন আফরোজ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান (মাসুম) ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম।

সিলেট-৪ আসনে আওয়ামী লীগপ্রার্থী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, তৃণমূল বিএনপির মো. আবুল হোসেন, ইসলামী ঐক্যজোটের মো. নাজিম উদ্দিন।

সিলেট-৫ আসনের আওয়ামী লীগেরপ্রার্থী ও দলটির সিলেট মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জাতীয় পার্টির প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান শাব্বীর আহমদ, স্বতন্ত্র প্রার্থী আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী যুবলীগের সভাপতিমণ্ডলির সদস্য আহমদ আল কবির, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. খায়রুল ইসলাম, তৃণমূল বিএনপির কুতুব উদ্দীন আহমদ শিকদার ও বাংলাদেশ কংগ্রেসের মো. বদরুল আলম।

সিলেট-৬ আসনে আওয়ামী লীগেরপ্রার্থী বর্তমান সংসদ সদস্য ও  দলটির উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদ, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. সেলিম উদ্দিন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান।

 

ঘোষিত তফশিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments