দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের রাধানগর গ্রামে একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ প্রত্যাহারের দাবিতে গ্রাম বাসীর মানববন্ধন।
রবিবার বেলা ২ টায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের রাধানগর
গ্রামে গত ১৪ ডিসেম্বর রাতে সাইকেল ভাঙাকে কেন্দ্র করে রাধানগর গ্রামের তৈয়ব আলীর পক্ষ আবুল কালামের পক্ষের কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা লুটপাটের অভিযোগ করায়, মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,
আবুল কালাম, সাহেব আলী,নাছির উদ্দিন, শুকুর আহাম্মদ, নাঈম উদ্দিন, হাসান মিয়া,বিনাম,আরিফ মিয়া, আবুল কালাম,ইন্তাজ আলী,হাবিবুর রহমান, ইসমাইল, ইমান আলী,আব্দুল মালিক,আব্দুল করিম,ছাইম,তুহিন মিয়া, সাহিনা বেগম, রুমেনা বেগম, আফতেরা বেগম, রেহেনা বেগম, চম্পা ফুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৪ ডিসেম্বরের ঘটনাটি ছিল শিশুদের সাইকেল ভাঙা নিয়ে। আবুল কালামের ছেলে শরীফের বাই সাইকেলটি তৈয়বের ছেলে শাহরু ভেঙে ফেললে এতে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় মারামারি সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়ে বর্তমান সিলেট বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে সুযোগে তৈয়বের পুত্র শাহরু দোয়ারাবাজার থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন লুটপাটের অভিযোগ করেছেন। মানববন্ধনে সেই ভিত্তিহীন লুটপাটের অভিযোগ প্রত্যাহারের দাবি জানান তারা।
অভিযোগকারীর পক্ষে লিজা বেগম ও প্রবাসী জিয়াউল মোবাইল ফোনে বলেন, ১৪ ডিসেম্বর সন্ধ্যায় সাইকেল নিয়ে ঝগড়া হয়। পরে রাত ১ টায় শতাধিক লোক নিয়ে আমাদের বাড়িতে কালামের লোকজন এসে মারপিট করে কয়েকজনকে গুরুতর আহত করে মালামাল লুটপাট করে নিয়ে যায়।
অভিযুক্ত আবুল কালাম বলেন, আমার ছেলে শরীফ (১৩) বাই সাইকেলটি তৈয়বের ছেলে শাহরু ভেঙে ফেললে, সাইকেল ভাঙার কারণ জানতে চাওয়া হলে উভয়পক্ষের মধ্যে ঝগড়া বাদে। ঝগড়ার এক পর্যায় উভয়পক্ষের মধ্যে মারপিট শুরু হয় এতে আমাদের ৩ জন গুরুতর আহত হন। তারা নিকট আত্মীয় হওয়ায় আমরা মামলায় না গেলেও তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা লুটপাটের অভিযোগ করেছেন।
দোয়ারাবাজার থানার তদন্ত কারী কর্মকর্তা এসআই সুমন বলেন একটি অভিযোগ পেয়েছি বিস্তারিত না জানায় বলতে পারছি না। বর্তমানে আমি মৌলভীবাজার অন্য একটা মামলার সাক্ষী দিতে এসেছি।