Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ...

সুনামগঞ্জে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার

বিশেষ প্রতিনিধি:::

আজ ১৬ই ডিসেম্বর-২০২৩ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযোদ্ধের মধ্য দিয়ে চুড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। সুনামগঞ্জে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়।

এই উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান, অভিবাদন গ্রহণ, শরীরচর্চা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহান বিজয় দিবস কুচকাওয়াজে জেলা পুলিশ, জেলা আনসার ও ভিডিপি, জেল কারারক্ষী, ফায়ার সার্ভিস ও সাভিল ডিফেন্স, স্কাউট সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করে।

কুচকাওয়াজের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয় দিবস কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনে অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পৌর মেয়র নাদের বখতসহ বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও দর্শনার্থীগণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments