Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগআজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন

আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন

রামকৃষ্ণ তালুকদার,(বিশেষ প্রতিনিধি):::

১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ এর মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করেন। বেলাব থেকে অনেক নারী পুরুষ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

প্রতিবারের মতো এবারও আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। (১৬ ডিসেম্বর) শনিবার ভোরে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সকল সরকারি/ বেসরকারি /শ্বায়ত্তশাসিত/আধা-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের পর সকাল ৮টা থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। এসময় শ্রদ্ধা নিবেদন করেন বেলাব উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, প্রশাসনিক সকল দপ্তর, মুক্তিযোদ্ধা সংগঠন, সামাজিক ও ব্যবসায়ীক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।

সকাল ৯টা থেকে বেলাব উপজেলা মাঠে প্রশাসনিক বিভিন্ন দপ্তর এবং মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কুচকাওয়াজ শুরু হয়। পর্যায়ক্রমে ডিসপ্লে, মুক্তিযুদ্ধের কৌতুক, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments