Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগবানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে

 

শাহ সুমন বানিয়াচং::

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসব ও আনন্দের দিন। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়েও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি হিসাবে শানিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।

জাতি, ধর্ম, রাজনৈতিক মতপার্থক্য ভুলে সমগ্র জাতি যেন একাকার হয়ে আনন্দের বন্যায় ভাসছিল এবারের বিজয় দিবসে।

সকাল সাড়ে সাড়ে ৬ টায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিএনপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষথেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, স্কাউট, মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাস, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন, অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সামছুল হক, মৎস্য কর্মকর্তা বুরহান উদ্দিন, ইনচার্জ মো: দিলোয়ার হোসেন, উপজেলা আনসার বিডিবির কর্মকর্তা মোঃ আতাউর রহমান, বিপুল ভূষণ রায়, চেয়ারম্যান আহাদ মিয়া, চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক‌ আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক, মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ ফুল মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান খলিল,যুবলীগের সাধারণ সম্পাদক‌ শেখ আলমগীর হোসেন, সহ-সভাপতি সায়েব আলী,যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আজমল হোসেন, বাবুল মিয়া, এডভোকেট মোঃ আসাদুজ্জামান খাঁন তুহিন, মাসুদ মিয়া মিঠুন, প্রমূখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ, বিভিন্ন ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্তরের সুশীল সমাজসহ বিভিন্ন সম্মানিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে মোনাজাতসহ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments